বাগানে আমার

উড়ন্ত নেকড়ে ডানা ঝাডে
 শতো শতো
কালোছায়া নেমে পড়ে
বাগানে আমার
ছত্রীসেনার মতো
(সবুজ পার্থীর নাচ ছিল কি কখনো
ঠাওর পাইনি কালের অন্ধকারে)
এ যে দেখি শিশুহাড়
 ছড়ানো বিছানো
চারিদিকে শবাধার
আনাচেকানাচে শকুনের গান
 ইঁদুর বিবরে মরে
শুক্‌নো বোঁটায় গৈরিক আহবান
 বাগানে আমার।