অশেষ উপচার, আনিয়া অজুন্দার, পূজেন অন্নদা চরণ। পদ্ধতি সুবিদিত, পণ্ডিত পুরোহিত, পূজয়ে বিধান যেমন। ষোড়শ উপচার, সামগ্রী কত আর, কি কব তাহার বিশেষ। মহিষ মেষ ছাগ, প্রভৃতি বলি ভাগ, বসন ভূষণ সন্দেশ। বাজয়ে বাদ্য কত, নাচয়ে নট যত, গায়ক নটি রামজনী। যতেক রামাগণ, পরম হৃষ্টমন, করয়ে হুলু হুলু ধ্বনি॥ পড়়িয়া সূর্য্য সোম, পূজান্তে অন্নহোম, ভোগের অন্ন আনি দিলা। করিয়া দক্ষিণান্ত, লইয়া দান্ত শান্ত, জাগিয়া নিশা পোহাইলা॥ হইয়া যোড় পাণি, পড়েন স্তুতিবাণী, পরম জ্ঞানী মজুন্দার।কি কব ভাগ্য লেখা, অন্নদা দিলা দেখা, ধরিয়া ধ্যানের আকার॥ দেখিযা অহ দায়, পুলকে পূর্ণকায়, মোহিত হৈলা মজুন্দার। অন্নদা কন কথা, যে কেহ ছিল তথা, কেহ না দেখে শুনে আর॥ কহেন দেবী সুখী, কোথা লো চন্দ্রমুখী, এস লো পদ্মমুখী রামা। আছিলা স্বর্গবাসি, শাপে ভূতলে আসি, ভুলিয়া নাহি চিন আমা এই যে ভবানন্দ, পাইয়া মহানন্দ, মনে না করে পূর্ব্ব কথা। আমার ইতিহাস, করিল পরকাশ, এখন চল যাই তথা॥ অষ্টাহ গীতকথা, কহেন দেবী তথা, শুনেন ভবানন্দ রায়। অন্নদা পদতলে, বিনয় করি বলে, ভারত অষ্ট মঙ্গলায়॥