মানসিংহ/অন্নপূর্ণা সৈন্য বর্ণন

অন্নপূর্ণা সৈন্যবর্ণন।

ধূধূ ধম ধম, ঝমক ঝমক ঝমক ঝম, ঘন২
নৌবত বাজে। ঝাঁগড় ঝাঁগড়, গড় গড় গড়
গড়, দগড় রগড় ঘন ঝাঁজে। হান হান
হাঁকা শত শত বাঁকা, বাঁক কটার বিরাজে
কত কত হাজী, কত কত কাজী, ধাইল
ছাড়ি নমাজে॥ বড় বড় দাড়ী চামর
ঝাড়ী, গোঁফ উঠে শির তাজে॥ গোলা
ধম ধম, গোলী ঝম ঝম, গম গম তোপ
আবাজে॥ ঝন ঝন ঝনন, ঠন ঠন ঠনন

বরি খতবরকন্দাজে। পদ নখ হননে,
বধিছে যবনে, খগগণ যেমন বাজে॥ মা-
রিয়া লাথী, বধিছে হাতী, ঘোড়া অনলে
ভাজে। শোণিত পানা, সহিতে দানা চ-
র্ব্বই যেমন লাজে॥ ভৈরব লম্ফে, ধরণী
কম্পে, বাসুকি নতশির লাজে। ভারত
কাতর, কহিছে মুরহর, রিপুবর কর
অব্যাজে॥ ধ্রু॥