মানসিংহ/পাতশাহের দেবতা নিন্দা
পাতশাহের দেবতা নিন্দা।
এ ফের বুঝিবে কেবা। তারে শুঝে বুঝে যেবা॥
নিত্য নিরঞ্জন, সত্য সনাতন, মিথ্যা যত দেবী
দেবা। নীরূপ যে ভাবে, স্বরূপ প্রভাবে, বুঝি
কিছু বুঝে সেবা॥ ঈশ্বরের নামে, তরি পরি-
ণামে, কে বা গয়া গঙ্গারেবা। ভারত ভূতলে যে
করে যে বলে, সব ঈশ্বরের সেবা॥ ধ্রু॥
পাতশা কহেন শুন মানসিংহ রায়। গজব করিলা তুমি আজব কথায়॥ লস্করে দু তিন লাখ আদমী তোমার। হাতী ঘোড়া উট গাধা খচর যে আর॥ এ সকলে ঝড় বৃষ্টি হৈতে বাঁচাইয়া। বামণ খোরাক দিল অন্নদা পূজিয়া॥ সয়তান দিল দাগা ভূতের পূজায়। আল চাউল বেড়ে কলা ভুলাইয়া খায়॥ আমারে মালম খুব হিন্দুর ধরম। কহি যদি হিন্দু পতি পাইবে সরম॥ সয়তানে বাজী দিল না পেয়ে কোরাণ। ঝুট মুট পড়ি মরে আগম পুরাণ॥ গোঁসাই মর্দ্দের মুখে হাত বুলাইয়া। আপনার নূর দিলা দাড়ী গোঁফ দিয়া॥ হেন দাড়ী বামণ মুড়ায় কি বিচারে? কি বুঝিয়া দাড়ী গোঁফ সাই দিলা তারে॥ আর দেখ পাঁঠা পাঁঠী না করি জবাই। উভ চোটে কেটে বলে খাইব গোঁসাই॥ হালাল না করি করে নাহক হালাক। যত কাম করে হিন্দু সকলি নাপাক॥ ভাতের কি কব পান পানীর আয়েক। কাজী নাহি মানে পেগম্বরের নায়েক॥ আর দেখ নারীর খসম মরি যায়। নিকা নাহি দিয়া রাঁড় করি রাখে তায়॥ ফল হেতু ফুল তার মাসে মাসে ফুটে। বীজ বিনা নষ্ট হয় সে পাপ কি ছুটে॥ মাটী কাঠপাথরের গড়িয়া মূরুত। জীউ দান দিয়া পূজে নানা মত ভূত॥ আদমীতে বনাইয়া জীউ দেয়মারে। ভাব দেখি সেকি তারে তরাবারে পারে॥ বিশেষে বামণ জাতি বড়দাগাদার আপনারা এক জপে আরে বলে আর॥ পরদারে পাপ বলি বাঁদী রাখে নাই। দুঃখভোগ হেতু হিন্দু করেছে গোঁসাই। বন্দগী করিবে বন্দা জমীনে ঠুকিয়া। করিম দিয়াছে মাথা করম করিয়া॥ মিছা ফাঁদে পড়ি হিন্দু তাহা না বুঝিয়া। যারে তারে সেবা দেই ভূমে মাথা দিয়া॥ যতেক বামণ মিছা পুথি বনাইয়া। কাফর করিল লোকে কোফর পড়িয়া॥ দেবী বলি দেই গাছে যড়ায় সিন্দুর। হায় হায় আখেরে কি হইবে হিন্দুর॥ বাঙ্গালিরে কত ভাল পশ্চিমার ঘরে। পান পানী খানা পিনা আয়েব না করে॥ দাড়ী রাখে বাঁদী রাখে আর জবে খায়। কাণ ফোঁড়ে টিকী রাখে এই মাত্র দায়॥ আমার বাসনা হয় যত হিন্দু পাই। সুন্নত দেওয়াই আর কলমা পড়াই॥ জন কত তোমরা গোঁয়ার আছ জানি মিছা লয়ে ফির বেইমানী হিন্দুয়ানি॥ দেহ জ্বলি যায় মোর বামণ দেখিয়া। বামণেরে রাজ্য দিতে বল কি বুঝিয়া॥ প্রতাপ আদিত্য হিন্দু ছিল বাঙ্গালায়। গালিমী করিল তাহে পাঠানু তোমায়॥ কাফর বাঙ্গালি হিন্দু বেদীল বামণ। তাহারে রাজাই দিতে নাহি লয় মন॥ বুঝিলাম অন্নপূর্ণা ভূত দেখাইয়া। ভুলাইল বামণ তোমারে বাজী দিয়া॥ এমন হিন্দুর ভূত দেখেছি বহুত। মোরে কি ভুলাবে হিন্দু দেখাইয়া ভূত॥ আর কিছু ইনাম মাগিয়া লহ রায়। বামণের বল ভূত দেখাকু আমায়॥ আগু লহ মজুন্দার কহিতে লাগিলা। অন্নদামঙ্গল দ্বিজ ভারত রচিলা॥