মানসিংহ/বড় রাণীর নিকটে সাধীর বাক্য

 বড় ঠাকুরাণীর গো। ঠাকুর হইয়া রাজা তুমি রাণী গো॥ যুবা সুয়া বুড়া দুয়া সবে জানি গো। সুয়া যদি হবে শুন মোর বাহী গো। মাধী লয়ে ছোট করে কানাকানি গো। তোমারে না দিবে হেন অনুমানি গো॥ মাধী পাছে পড়ি দেয় পাণ পানি গো॥ কত মন্ত্র তন্ত্র জানে সে নাপানী গো॥ ছোট যুবা প্রভু তাহে যুবজানি গো। আধবুড়া তুমি তাহে অভিমানি গো॥ ছোটর ঘরেতে হবে রাজধানী গো। তারি ঘরে ঠাকুরের আমদানী গো॥ ছোটরে বলিবে লোকে মহারাণী গো। তোমারে বলিবে বুড়া ঠাকুরাণী গো॥ হাত তোলা মত পাবে অন্ন পানি গো। বড়হয়ে ছোট হবে মানহানি গো॥ পুত্রবতী গুণবতী বট জানি গো॥ যৌবনে সে পতিমন লবে টানি গো। রূপেবতী লক্ষ্মী গুণবতী বাণী গো। রূপেতে লক্ষ্মীর বশ চক্রপাণি গো॥ আগে যদি ঠাকুরেরে ডাকি আনি গো। ছোট পাছে পথে করে টানাটানি গো॥ টেনে টুনে বাঁধ ছাঁদ খোঁপাখানি গো। শাড়ী পর চিক২ শ্রীরামখানি গো॥ দেহুড়ীর কাছে থাক হয়ে দানী গো। ঘরে আন ধরে করে টানাটানি গো॥ পতি লয়ে দু সতিনে হানাহানি গো॥