মানসিংহ/মানসিংহের সৈন্যে ঝড়বৃষ্টি

মানসিংহের সৈন্যে ঝড় বৃষ্টি।

ঘন ঘন ঘন ঘন গাজে। শিলা পড়ে তড় তড়,
ঝড় বহে ঝড় ঝড়, হড়মড় কড়মড়় বাজে॥ ধ্রু॥

দশদিক আন্ধার করিল মেঘগণ। দুণ হয়ে বহে ঊনপঞ্চাশ পবন॥ ঝঞ্‌ঝনার ঝঞ্‌ঝনী বিদ্যুত চকমকী। হড়মড়ী মেঘের ভেকের মকমকী॥ ঝড়ঝড়ী ঝড়ের জলের ঝরঝরী। চারিদিকে তরঙ্গ জলের তরতরী॥ থরথরা স্থাবর বজ্রের কড়মড়ী। ঘুটঘুট আন্ধার শিলার তড়তড়ী॥ ঝড়ে উড়ে কানাত দেখিয়া উড়ে প্রাণ। কুঁড়ে ঠাট ডুবিল তাম্বুতে এল বান॥ সাঁতারিয়া ফিরে ঘোড়ে ডুবে মরে হাতি। পাঁকে গাড়া গেল গাড়ী উট তার সাতি॥ ফেলিয়া বন্দুক জামা পাগ তলবার। ঢাল বুকে দিয়া দিল দিল সিপাই সাঁতার॥ খাবি খেয়ে মরে লোক হাজার হাজার॥ তল গেল মাল মাত্তা উরুদুবাজার॥ বকরী বকরা মরে কুকড়ী কুকড়া। কুজড়ানী কোলে করি ভাসিল কুজড়া॥ ঘাসের বোঝায় বসি ঘেসেড়ানী ভাসে। ঘেসেড়া মরিল ডুবে তাহার হা ভাষে॥ কান্দি কহে ঘেসেড়ানী হায় রে গোসাঁই। এমন বিপাকে আর কভু ঠেকি নাই॥ বৎসর পনর ষোল বয়স আমার। ক্রমে ক্রমে বদলিনু এগার ভাতার॥ হেদে গোলামের বেটা বিদেশে আনিয়া। অনেকে অনাথ কৈল মোরে ডুবাইয়া॥ ডুবে মরে মৃদঙ্গী মদঙ্গ বুকে করি। কালোয়াত ভাসিল বীণার লাউ ধরি॥ বাপ২ মরি মরি হায় হায় হায়। উভরায় কাঁদে লোকে প্রাণ যায় যায়॥ কাঙ্গাল হইনু সবে বাঙ্গালায় এসে। শির বেচে টাকা করি সেহ্‌ যায় ভেসে॥ এই রূপে লস্করে দুষ্কর হৈল বৃষ্টি। মানসিংহ বলে বিধি মাজাইল সৃষ্টি॥ গাড়ি করি এনেছিল নৌকা বহুতর। প্রধান সকলে বাঁচে তাহে করি ভর॥ নৌকা চড়ি বাঁচিলেন মানসিংহ রায়। মজুন্দার শুনিয়া আইলা চড়ি নায়॥ অন্নপূর্ণা ভগবতী তাহার সহায়। ভাণ্ডারের দ্রব্য তার ব্যয়ে না ফুরায়॥ নায়ে ভরি লয়ে নানাজাতি দ্রব্যজাত। রাজা মানসিংহে গিয়া করিলা সাক্ষাত॥ দেখি মানসিংহ রায় তুষ্ট হৈলা বড়। বাঙ্গালায় মানিলাম তুমি বন্ধু দড়॥ কে কোথা বাহির হয় এমন দুর্যোগে। বাঁচাইলা সকলেরে নানামত ভোগে॥ বাঁচাইয়া বিধি যদি দিল্লী লয়ে যায়। অবশ্য আসিব কিছু তোমার সে বায়॥ এই রূপে মজন্দার সপ্তাহ যাবত। যোগাইলা যত দ্রব্য কি কব তাবত॥ মানসিংহ জিজ্ঞাসিলা কহ মজুন্দার। কি কর্ম্ম করিলে পাব এ বিপদে পার॥ দৈববল কিছু বুঝি আছয়ে তোমার। এত দ্রব্য যোগাইতে শক্তি আছে কার॥ মানসিংহে বিশেষ কহেন মজু- ন্দার। অন্নপূর্ণা বিনা আমি নাহি জানি আর॥ মানসিংহ বলে তার পূজার কি ক্রম। কহিলেন মজন্দার যে কিছু নিয়ম॥ অন্নপূর্ণা পূজা কৈলা মানসিংহ রায়। দূর হৈল ঝড় বৃষ্টি দেবীর কৃপায়॥ মানসিংহ গেলা মজুন্দারের আলয়। দেখিলা গোবিন্দ দেবে মহানন্দময়॥ আসরফী বস্ত্র অলঙ্কার আদি যত। দিলেন গোবিন্দদেবে কব তাহা কত॥ মজুন্দার সে সকল কিছু না লইলা। ব্রাহ্মণ পণ্ডিত গণে বিতরিয়া দিলা॥ ইতঃপর শুন সবে ভারত রচিলা। সৈন্য লয়ে মানসিংহ যশোরে চলিলা॥