নিভৃত আশ্রম

সন্ধ্যায় একেলা বসি বিজন ভবনে
অনুপম জ্যোতির্ময়ী মাধুরীমুরতি
স্থাপনা করিব যত্নে হৃদয়-আসনে।
প্রেমের প্রদীপ লয়ে করিব আরতি।

রাখিয়া দুয়ার রুধি আপনার মনে
তাহার আলােকে রব আপন ছায়ায়,
পাছে কেহ কুতূহলে কৌতুকনয়নে
হৃদয়দুয়ারে এসে দেখে হেসে যায়।

ভ্রমর যেমন থাকে কমলশয়নে,
সৌরভসদনে, কারাে পথ নাহি চায়,
পদশব্দ নাহি গণে, কথা নাহি শােনে,
তেমনি হইব মগ্ন পবিত্র মায়ায়।

লােকালয়-মাঝে থাকি রব তপােবনে,
একেলা থেকেও তবু রব সাথি-সনে।


১৮ অগ্রহায়ণ ১৮৮৭