মার্কস ও মার্কসবাদীদের অজ্ঞতা/৩
মার্কসের ক্ষমার অযোগ্য অপরাধ:
উপরিউক্ত মন্তব্যগুলির মধ্যে মার্কসের একটি মন্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। বাংলার বয়নশিল্পীদের তিনি অর্ধবর্বর ও অর্ধসভ্য বলেছেন। এখানে আমাদের স্মরণ রাখতে হবে যে, এককালে বাংলার রেশম ও সূতীবস্ত্র ছিল পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং ঢাকার মসলীন কাপড়ের কথা বিশদভাবে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। বাংলার এই উৎকৃষ্ট সুতী ও রেশম বস্ত্রই খ্রিস্টীয় প্রথম শতকে রোমের ঐতিহাসিক প্লীনি (প্রথম)-কে দুঃখ করে বলতে বাধ্য করেছিল যে, ঐসব শৌখিন বস্ত্র আমদানী করতে প্রচুর সোনা ও রূপার বাট (bullion) ভারতে চলে যাচ্ছে। ঐ উৎকৃষ্ট বস্তুসামগ্রীই ১৭০০ ও ১৭২০ সালে (আজকের অতিশয় সভ্য) বৃটেনের পার্লামেণ্টকে বাধ্য করেছিল আইন করে বৃটেনে তার আমদানী বন্ধ করতে। কারণ একই, বহু সোনা-রূপা খরচ হওয়া। উপরন্তু ঐ আইনে এটাও বলা হয়েছিল যে, কোনো বৃটেনবাসী ভারতে প্রস্তুত কাপড় অন্যায়ভাবে ব্যবহার করলে ২০০ পাউণ্ড জরিমানা হবে। এক মহিলার কাছ থেকে জরিমানা আদায়ও করা হয়েছিল।
কাজেই ঐ সব শ্রদ্ধাভাজন নিপুণ শিল্পীদের অর্ধবর্বর ও অর্ধসভ্য বলে, নিজের পাহাড় প্রমাণ অজ্ঞতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে, মার্কস তাঁর শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। ঐ একটি উক্তির জন্য মার্কসের সমস্ত রচনা ভারতে নিষিদ্ধ ঘোষিত হওয়া উচিত। প্রকৃতপক্ষে সেটাই হবে মার্কসের ঔদ্ধত্য ও অসভ্যতার সমুচিত জবাব এবং আমাদের পূর্বপুরুষদের সম্মান রক্ষার অন্যতম উপায়।
কিন্তু উচিত হলেও আমরা তা করি না। কারণ বিগত হাজার বছর ধরে গোলামি করতে করতে আমাদের চামড়া গণ্ডারের মতোই মোটা হয়ে গেছে। আত্মসম্মানবোধ বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তার উপর বিগত ৫০ বছরের অপরিণামদর্শী, উদ্দেশ্যহীন এবং দেশপ্রেমহীন কংগ্রেসের শাসন সেই গোলামির মনোভাবের বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারেনি। দেশের মানুষের মনে সামান্যতম জাতীয়তাবোধ বা স্বাভিমান জাগাতে পারেনি। তাই তো বিগত দু'শো বছর যারা আমাদের দেশ দখল করে শাসন করে গেল, আমাদের দেশবাসীর উপর অকথ্য অত্যাচার করে গেল, দেশকে লুণ্ঠন করে নিজেদের উদর স্ফীত করল, আমাদের মা-বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, ভারতের মাটিতে পা রাখলে যে পাপিষ্ঠদের কুকুরের মতোই তাড়ানো উচিত, তাদের আবার আমরা সম্মান করে ডেকে নিয়ে আসি— আমাদের সর্বপ্রধান জাতীয় উৎসব, প্রজাতন্ত্র দিঝসর কুচকাওয়াজে তাদের প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি বানাই।