মুরলী/১
< মুরলী
(পৃ. ১)
মুরলী
১
বিরহে।
মিশ্র-ভূপালি—দাদ্রা।
কোথা' আছ হে বঁধু
বারেকের তরে আসিয়া দেখা দাও হে।
কোন্ নিরালায় আছ হে বসিয়া
কেমনে কি ছল পাতি হে।
কিশোরী কিশোরী—বাঁশরি ফুকারি'
বারেক সাড়া দাও হে।
তোমার বিরহে জীবন না রহে
শুনহে মাধব বুঝ হে।
হৃদি-সরোবরে তুমি প্রফুল্ল-কমল,
বিষাদের মাঝে তুমি আনন্দ-হিল্লোল—
এত যে মমতা, এত ভালবাসা,
এসেছি হে বঁধূ ল’য়ে কত আশা,
দিওনা যাতনা মরমবেদনা
পরাণে শেল বাজে হে।