মুরলী/১৭
< মুরলী
(পৃ. ১৬)
অভয়-যাচ্ঞা
কীর্ত্তন—একতালা।
জয় বিশ্বম্ভর নদীয়া সুন্দর
ভূবন পাবন কারণ হে
অনাথ বান্ধব তুমি হে মাধব
সর্ব্ব অবতার সার হে।
গৌর কলেবর
হেম মহীধর,
শুদ্ধ সুবরণ শাশ্বত হে।
ললিত কীর্ত্তন
ললিত নর্ত্তন,
পুলক স্পন্দন ললিত হে।
কি হবে কি হবে
ভয়ে মরি ভেবে,
নিজ গুণে নাথ উদ্ধার হে।
তার হে তারক
নিখিল পালক,
মম সম ভীত জীবে হে।