মুরলী/১৯
< মুরলী
(পৃ. ১৯)
১৯
মঙ্গল গীতি
মিশ্র-ইমন—একতালা।
পীতাম্বর নীল কলেবর
সুন্দর নয়ন রঞ্জন।
ললিত মাধুরী ঝরিছে অঙ্গে
(সে) নিখিল জন রঞ্জন।
মুগ্ধ জগত
চন্দ্রমা শত
মোহিত চরণ ছন্দে
দেব দানব
যক্ষ মানব
নিখিল ভূবন বন্দে।
সে যে গো অতুল
নাহি তা’র তুল
ভুল ছন্দ বন্ধন।
গাহিব সতত
(তাঁর) মঙ্গল গীত
করিব সে নাম কীর্ত্তন।