মুরলী/২৬
< মুরলী
(পৃ. ২৬)
২৬
অনুরোধ।
ঢৌড়ী—যৎ।
মনে রেখ দে’খ দে’খ
এস এস প্রাণ সখা;
বিষাদিনী ভাসি নীরে
পুনঃ কিহে পাব দেখা।
মোহন মুরতী তব
হৃদয়ে রহিল আঁকা;
পূজিব মানসে তব
চরণ শরণ মাখা।
খুলে গেছে প্রাণ মন
সরমে যা ছিল ঢাকা,
নয়নে হৃদয়ে কভু
মুছিবে না রূপ রেখা।