২৮
মেঘে মেঘে গেল বেলা।
ভৈরবী—একতালা।

ও মন, দেখ্‌তে এসে ভবের মেলা
কর্‌লে তুমি ছেলে খেলা।
আপন ভুলে মায়ায় পড়ে
কর্‌লে কত বৃথা সলা।
মরণ পথে যাত্রী কত
সঙ্গী গেল কত শত,
বাজে কাজে দিন হারা’লে
আসল্‌ কাজে ক’রে হেলা।
জ্বালায় জ্বালায় হ’লে সারা
কাজ না হ’ল তোমার সারা
জীবন সারা রইলে ব’সে
মেঘে মেঘে গেল বেলা।