৩৫
রাতুল চরণ ধরিয়া।
মিশ্র কীর্ত্তন—একতালা।

কত যে যাতনা পাই দিবা নিশি
সুপ্ত মুগ্ধ হইয়া,
অকুল পাথারে ভাসি গো আঁধারে
দিবস যামিনী কাঁদিয়া।
তোমার কুলের নাহিক কিনারা
হরি রহি বল কি ধরিয়া,
বলে দাও মোরে কোন্‌ দিকে যাই
অধীনে করুণা করিয়া।
অকুলে যদি দাও তুমি কুল
অনুকুল নাথ হইয়া,
অনাথে সনাথ হও ওগো নাথ
হৃদয় কমলে-বসিয়া।
শীতল হইবে তাপিত হৃদয়
তোমার করুণ লভিয়া,
অকুলেতে পার অনায়াসে হ’ব
রাতুল চরণ ধরিয়া।