মুরলী/৩৭
< মুরলী
(পৃ. ৩৭)
৩৭
আশঙ্কা।
মিশ্র পুরবী—ত্রিতালী।
কি হ’বে কি হ’বে,
প্রভো ভয়ে মরি ভেবে।
দেহ ক্রমে ক্ষীণ,
আয়ু হ’ল হীন,
বৃথা যাওয়া আসা বুঝি ভবে॥
যৌবন গরব ভেবে দেখ মন,
সে দেহ এখন রিপুর মতন—
ছিলে হে সক্ষম, এখন অক্ষম
অতি জরাজীর্ণ এবে॥
হ’য়ে দৃষ্টিহীন
(এবে) দীন হতে দীন,
অধীনের কটা দিন কেমনে কাটিবে,
করহে উপায়,
আমি নিরুপায়,
কেমন দয়াময় তুমি এবে জানা যাবে॥