৩৯
উপায় আমার করহে।
মিশ্র-ইমন—যৎ।

আমি—বিভোর নেশায়, দম্‌ ছুটে যায়,
আমার উপায় কর হে।
মাতাল দেখে ছয় বেটাতে
ভবের ঘোরে ঘোরায় হে॥
এর চ’খ্‌ যে রাঙ্গায়
কাজ সেরে নেয়,
গুলিয়ে আমায়
ভুলিয়ে হে।
নাইক সরম্‌, ধরম্‌ করম
গেছে আমার সকল হে॥
ঘরে ফেরার সময় হ’ল
আমি—কোন্‌ পথেতে ফিরি হে।
আমি নেশার ঝোঁকে
পড়ি ট’লে
সামাল্‌ দিতে নারি হে॥

আমার কাটাও নেশা,
কেবল আশা
দীনবন্ধু তোমার হে।
তুমি আঁধার রাতে
জ্বালিয়ে বাতি
উপায় আমার কর হে॥