নিবেদন।
দেশ-কীর্ত্তন-একতালা

নদীয়া-পুরন্দর সুন্দর নটবর
 গৌর নাগর-বর হে।
তোমার রূপের নাহি নাহি ওর
 ওহে প্রাণবল্লভ হে।
দেখিনি নয়নে
  কখনও ভাবিনি
ও রূপ ধ্যানেতে
  আসেনি হে;
শ্রবণে শুনেছি, আপনি মজেছি
 তুমি অপরূপ মনোহর হে।
তুমি প্রাণনাথ কি মনচোর
 আমি কেমনে জানিব হে।
তুমি আছ হে অন্তরে
  যেওনা অন্তরে
ডাকিলে সাড়া দিও হে
(আমি) ডাকিলে সাড়া দিও হে।