৪১
কাল ভয় নাশম্
খাম্বাজ-ভৈরবী—একতলা।

ভাওয়ে বংশীবট
ভাওয়ে যমুনাতট,
ভাওয়ে মুরারি সুবেশম্‌,
নিরুপম রূপ
ব্রজধাম ভূপ,
মৃত্যু মৃদু মঙ্গল হাসম্‌।
রাতুল চরণ
শমন দমন
করুণা অরুণ বিকাশম,
নবীন নীরদ
মদন বিনোদ
গোপীকাকুল হৃদয়েশম।
মাধব, মোহন,
নীলিমা বরণ
নীলমণি জ্যোতিঃ প্রকাশম,
শিরপরে মুকুট
কিবা নবছটা—
পীতাম্বর বিভাসম্‌।

নীপ তরুতল
নির্ম্মল যুগল
গুণালঙ্কৃত বিশেষম;
মরণ সঙ্কট
নিকটে প্রকট,
বিকট কাল ভয় নাশম।