৪৮
দাসী।
বেহাগ—আড়া।

(বুঝি) কুঞ্জে এল শ্যাম।
(তাই) গাইল সুখে শুকসারি
মা’ত্‌ল গোপীর প্রাণ॥
বাঁশীর সুরে জগত ভরে
ব’য় যমুনা উজান ভরে
এম্‌নি প্রেমের টান্‌।
আয় আয় দেখে আসি
চিদাকাশের কালশশী
তাঁর চরণে হ’ব দাসী
দিয়ে মন প্রাণ॥