মুরলী/৫২
< মুরলী
(পৃ. ৫২)
৫২
প্রীতির আগুণ।
কীর্ত্তন-খাম্বাজ—একতালা।
সখি, আমার করম ফেরে—
চাঁদিমা শালিনী এ মধু যামিনী
বঁধূ গেল যে পরের ঘরে।
সখি, শুন গো মরম কথা—
ভাবিয়া আপন করিনু যতন
মোরে দিল সে অশেষ ব্যথা!
প্রাণে সহে কি এমন জ্বালা,—
ক’রে নাগরালি—এত চতুরালি
ছি ছি এমন নিঠুর কালা!
সখি, ডুবিব যমুনা জলে—
মরিয়া বঁচিব, আর না করিব
আমি পিরীতি গো কোন কালে।
সখি, পিরীতি বিষম জ্বালা—
পিরীতির বিষে জ্বলিয়া মরিনু
আমার রিষ বিষে দেহ কালা!
সখি, সহিব কেমন ক’রে—
আমার রতনে রাখিনু গোপনে
ছলে হরণ করিল পরে!