৫৬
বিশ্বরূপ।

বৃন্দাবনী সারং—একতালা।

আমি দেখিতে না পাই খুঁজিয়া বেড়াই
আলোক আঁধারে তোমারে।
এত আছ কাছে, ধাই পাছে পাছে
 তবু না পারিনু ধরিবারে।
নয়নের ধাঁধা যেন দেয় বাধা
 আছহে প্রভো ব্রহ্মাণ্ড জুড়ে;
ছুটে ছুটে যাই খুঁজিয়া না পাই
 দাও দেখা নাথ আমারে।


সমাপ্ত।