ভিক্ষা।
রামকেলী—আড়া।

মান ভিক্ষা দেহ রাধে।
সাজিয়াছি যোগী, সখি,
আমি কি গো সাধে।
মান ভিক্ষা দেহি মে মানময়ি,
কুরু মে কৃপাং রাধে;
“স্মর গরল খণ্ডনং
মম শিরসি মণ্ডনং
দেহি পদপল্লব মুদারম।”
বাদ নাহি সাধ প্রেম সাধে।