মেগাস্থেনীসের ভারত-বিবরণ (১৯৪৪)/২৭তম অংশ (খ)
এলিয়ান
ভারতবাসিগণ কুসীদ গ্রহণ করিয়া ঋণ দিতে জানে না; ঋণ করিতেও জানে না। অপরের অপকার করা কিংবা অপকার সহ্য করা ভারতবাসীর নিয়ম নহে। এজন্য তাহারা কখনও লিখিত অঙ্গীকারপত্রে আবদ্ধ হয় না; এবং তাহাদিগের কখনও প্রতিভূর আবশ্যক হয় না।