মেগাস্থেনীসের ভারত-বিবরণ (১৯৪৪)/২৮তম অংশ

আধীনেয়স

ভারতবাসীর আহারপ্রণালী

 মেগাস্থেনীস “ভারত-বিবরণের” দ্বিতীয় ভাগে বলেন যে ভারতবাসিগণ যখন আহার করে, তখন প্রত্যেকের সম্মুখে ত্রিপদের মত একটা মেজ রাখা হয়; উহার উপরে স্বর্ণপাত্র স্থাপিত হয়। ঐ পাত্রে যবের ন্যায় সিদ্ধ ভাত রাখিয়া উহার সহিত ভারতীয় প্রণালীতে প্রস্তুত বিবিধ সুস্বাদু খাদ্য মিশ্রিত করা হইয়া থাকে।