চাদিনী রাতে—চাঁদের সাথে
মন কেন খেলতে চায়না—

দূরের বাতিটা আলোর জলসায়
আনন্দ পায়না মন ফিরে;
কাছের ভালবাসায় যেন সরস হয়না॥
স্বপ্নে-ই সুর হয়ে
স্বপ্নে-ই গেল রয়ে
কথাগুলো তার ফাঁকে
কওয়া তো হলনা!
'কখনও কখনও চেয়ে দেখি
কতু মনের আকাশে
তারা-রা ফুটেছে নাকি
তাদের সাথে মোর—
পরিচয় ছিল ঘোর
আজ তার ফিরে কেন তাকাল না?'