মেঘ ঢাকা আলো/স্মৃতিতে
(পৃ. ৬২)
জীবনের কিছু ইতিহাস
রহিবে গো চির-স্মরণে
শ্রাবণের ঐ দিন
দাঁড়ায়ে আছে আজ মনের উঠানে।
পথে তাকে হারালাম
আবেগ ভরে তাকালাম
ঘরে ফিরে আমি একলা—
গাঁথলাম ভাষার মালা
দুজনের পরিচয় বাতাস-ই জানে।
আমার কল্পনা; পৃথিবী জানে না,
অনুরাগ কাকে বলে;
জেনেছি ভালবাসা হলে
সেই সব আজ অনুভব করছি,
কেবল একলা চির উদাসীন মনে॥