এ দেখাই শেষ-দেখা
হ’ল নাকে সে জীবন;
হ’ল নাকে সে বাঁধা—
দুটি জীবন সীমা-রেখা।
তোতার সাথী ছিল টিয়া—
দুজনার বন্ধু দু'জন
টিয়ার সুরে গেয়েছিল তোতা গান
তোতার গানে সে মুগ্ধ হয়েছিল
হঠাৎ যে কখন সে ভালবাসায়
লাগলো যে পরশ হয়ে অগ্নি-শিখা।