মেঘ ঢাকা আলো/বিদায়
(পৃ. ৬৪--)
"তোমাকে শেষ বিদায় জানাই
এক তোড়া ফুল দিয়ে,
দিনের আলো নিভে গেল
গল্প আর-ও বলার ছিল
বাকী টুকু বধূ কাকে শোনাই?
আকাশে চাঁদ উঠেছিল
সূর্য তাকে আলো দি’ল
বিশাল আকাশে চাঁদ একা
রইবে সে সারা জীবন
মানব—সংসারে এক-ই সুরে সবাই॥
সে রাতে পাশে—বসে
কত কথা হয়ে ছিল,
বেহালা অন্তরে বাজে—
সুর—আজ বেদনার কাছে।
স্মরণেতে রেখো তুমি
কখনও সেই মিষ্টি হেসো
ঝরছে হৃদয় শিশির—
সুখ আছে, তবু কেন
আজ-ও সে ভালবাসা নাই?”