মেঘ ঢাকা আলো/কাগজের ফুল
(পৃ. ৪৭)
…ও আমার…
কাগজের ফুলগুলি
অসময়ের তোরা সাথী হ’লি
ফুলদানি ছেড়ে কেন আজ
তোরা আমার স্বপ্নে এলি॥
রাখালের ঐ বাঁশির সুরে
প্রকৃতি আজ ধীরে-ধীরে
করুণায় ওঠে ভ’রে
নিশার সানাই যখন বাজে অন্তরে॥
মনে হয় একাই ফিরে
মানব-হীন নদী তীরে
নিজেকে-নিজে জানতে পেরে;
আমি যে কখন হারিয়ে ফেলি!