মেঘ ঢাকা আলো/মনের বাঁশি
(পৃ. ৪৬)
দূর হোক, দ্বিধা নেই
মন জানে পাবেনা কাছে তারে,
প্রশ্ন যাবে;
আবার জবাব আসবে ফিরে।
ভাষা ভরা—আশা ছাড়া
মনের যত সবকিছু-ই
জীবনের রঙ্গ মঞ্চে ঘটে,
আজ তারে রূপ দেব—
সচেতনে। আমার হৃদয় ভরে॥
আকাশে সূর্য ওঠে
ভোরের আলোকে দূর করে;
জীবনের কিনারায়
অবহেলিত চেয়ে রয়
আলো যত তেজি হয়
তত-ই ভাবি বেলা বাড়ে।
"স্বপ্ন যদি বাস্তব চায়
সেতো নিরাশা ছাড়া
আর কিছুই নয়!
তবু কেন মনের বাঁশি
বেজে ওঠে আজ সজোরে॥