মেঘ ঢাকা আলো/চাঁদ নেই আকাশে
(পৃ. ১২)
রাত্রি ফুরিয়ে গেল
তবু পায়নি;
তার কোনো সাড়া।
জীবন ফুরিয়ে গেল
বৃদ্ধ এখন;
হয়েছি একাই হারা॥
শুকিয়েছে রক্ত গোলাপ
হারিয়েছে গন্ধ;
তার-ই সাথে যৌবন।
মোহনার দিকে নদী
শেষ হয়েছে;
ঢেউ নেই একদম।
আলোকে হারিয়ে
রয়েছে আঁধার;
"চাঁদ নেই আকাশে।”
'জোনাকীর মৃদু আলো
পারবে কী?' তবু কেন
ডানা মেলে ভাসে?
ধরা পড়েছে সখী
প্রেম জালে;
এই তো কল্পনায়।
গড়েছি তার মূর্তি
পাষাণের চিতা
ভালবাসার-ই লাঞ্ছনায়॥