মেঘ ঢাকা আলো/একাকী
(পৃ. ১১)
হারায়ে গিয়েছি সাথী
আজ এই শুভদিনে।
মিলায়ে গিয়েছে প্রেম
সুখের সাথী এখানে॥
"একাকী আসিয়াছি পথে
একাই যাইব ফিরে।”
সাহসে সাহস যোগাও
তুমি আমার তরে॥
"ফুটিয়াছে রক্ত গোলাপ
লিখিয়াছে এ ইতিহাস!
ভাঙিয়াছে হৃদয় আমার
করো যদি এ-বিশ্বাস!!"
ফাল্গুনী বসন্তের হৃদয়
ভরিয়াছে কুহু স্বরে।
অজন্তার খোদাই চিত্র
দেব শুধু তোমারে॥
ভুলিতে পারিনে প্রিয়া—
একান্ত ভালবাসীতে।
ব্যথা পাই শয়নে স্বপনে,
খেয়া চলে নদী স্রোতে॥
"প্রিয় কুসুম, ফোটবার দিন
সে কথা রইবে কী ম'নে?”
পোহাই বো কী ভাবে রাত
ভাঙা-গড়া এ-জীবনে!