মেঘ ঢাকা আলো/তুমি কেমন আছ
(পৃ. ৫৬)
আজ কী দিয়ে
তোমাকে আর্শীবাদ জানাই।
সেদিন পত্রে
তুমি কেমন আছ?
এই ভাষাটুকু লিখতে ভুলে যাই॥
মনে কিছু রেখোনা
ছোট্ট ভুলটুকুতে
রাগ কোরোনা
করে দিও মার্জনা
আমি যে তোমায়
শুধু-ই মনে প্রাণে চাই।
যেখানেই থাকো—
জীবনে প্রথম তোমায়
ভালবাসি;
ভালবাসবো চিরতরে—
যত-ই থাকে দূরে
রাতের আঁধারে—
মনে পড়ে শুধু
'তুমি কেমন আছ!'
আজ কোথায় তোমায় খুঁজে পাই॥