মেঘ ঢাকা আলো/স্নেহ মমতার মাঝে
(পৃ. ৫৫)
নব দিগন্তে—
অরুণ উঠেছে,
কুসুমের গন্ধে
সমীর আনন্দে—
আমাকে আপন করেছে।
স্নেহ–মমতার মাঝে;
অনুরাগ বলে আজ
ভালবাসা নেইকো দূরে
তোমারে যে ঘিরে আছে।
একাকী ভেবোনা—
চুপ করে থেকোনা—
কাছে এসে তাই;
দূরে সরে যেও না
মনের গভীরে
দীপ জ্বেলে তুমি, চিরতরে
আঁধার কে দাও গো মুছে॥