'স্বপ্ন!' সে তো আজ চির কল্পনা—
বেদনাকে ভাবি ম'নে
রাখবোনা আর রাখবো না।'

"আশা আজ ভাষা হয়ে
জীবন কাগজ পাতায়
আধুনিক কবিতাই—
রচনা করে যাবে, হয়ত—
সে কবিতা কোনোদিন-ও
প্রকাশ হবেনা, হবেনা॥

'সুপ্ত যন্ত্রণা সরস প্রাণে
কোনোদিনও সাহারার মতো
রইবেনা—সেতো রইবেনা।

"খাঁচার বন্দী পাখী—
সে কী কখনও
এতটুকু ভালবাসা পাবেনা?'
'আনন্দ সে কী চাইবেনা?'
মনের খাঁচায় আজ;
রাগ-অনুরাগে,
তাকে ছাড়বেনা—ছাড়বে না?