মেঘ ঢাকা আলো/তোমার প্রেমের অর্ঘ
(পৃ. ২৯)
আমায় ঝর্ণা করে তোলে
তোমায় প্রাণের আহ্বান
ঝরে গেছে কবে ফুলের মত
তোমার শরীরের প্রাণ।
বুকের ওপারে বেলোয়ারী
প্রেমের ভিতরে প্রেম
ভাবের ভিতরেই ভালবাসা
ঝরে গেছে কবে কিশলয় হয়ে।
নীড়হারা বলাকা গুলো, আজ
উড়ে যায়; উড়ে যায়…
ফসল ফলালো মনের মাটি
বুকে বাজে তাই করুণ বেদনা!
আঁকবো আঁকবো করে
আঁকলোনা ছবি
ফুটবো ফুটবো করে
ফুটলো না ফুল
ফুলেরই বাগিচায়,
আকাশের এক কোণে
আাধফালি চাঁদ ভাসে
চৈতালি হাওয়ায়।
প্রিয়তমা; কোথায়…
তোমার প্রেমের আর্ঘ্যে?
হাহাকার বুকে নিয়ে, আজ
রয়েছি মাঝ দরিয়ায়।