মেঘ ঢাকা আলো/দেখা পাবে
(পৃ. ৩২)
আমি আছি!
দেখা পাবে, কবিতা
তোমার পূর্ণ বাসরে।
ফুল দানির ফুলে
কচি পাতার কিনারায়
গানের আসরে,
সেতারের ঝংকারে॥
দেখা পাবে, আবার—
সুখেতে দেখো; দুখে নয়
তোমারই অন্তরে।
মাঝ-দরিয়ায়
তরণীর বুকের উপর
নৈৠত কোণের পরে,
মেঘেদের ত'রে॥
রাঙা-চেলীতে
ললাটে টিপ হয়ে
সিঁথির-সিঁন্দুরে।
মমতার বন্দী খাঁচার—
তোতা পাখীর বুলিতে,
দোলের রক্ত আবিরে,
রইবো আমি চিরতরে॥