মেঘ ঢাকা আলো/আহ্বান
(পৃ. ৩৩)
তোমার আহ্বান শুনে ও সেদিন
অন্যের প্রতি আহ্বান ভেবে
দিইনি তোমাকে সাড়া।
আজ সেই আহ্বান শুধু
ব্যথা আর যন্ত্রণা হয়ে
আমার হৃদয়ে রয়েছে ভরা॥
কখনো অচেতনে
কখনো বা অকারণে
দিয়ে যাই কত সাড়া।
পাইনা শুনতে আর
সেই মধুর কঠস্বর,
তবু প্রতিজ্ঞা করি
পুনর্বার করেছো যদি আহ্বান
চিরতরে তোমার বন্ধনে
দেবো আমীরে ধরা॥
প্রতিটি সময় শুনি
তোমার প্রেমের ধ্বনি
পাগলের মত হাসি,
কাঁদি তবু ভালবাসি
তারে শ্রদ্ধা করি
অন্তরে পূজা করি,
স্মৃতি জড়ানো সেই দিনগুলো
মনের আকাশে ফোটা
যেন নীরব তারা॥