মেঘ ঢাকা আলো/প্রেমের আওয়াজ

আপন ভেবে—
শুধাই কারে আজ…
মনটাকে কত-ই বলি
শুনবেনা সে প্রেমের—আওয়াজ।

চাঁদের মত প্রিয়া
সুখের সংসারে
ঘরের লক্ষ্মী কেন
গিয়েছে পরের ঘরে
মনে পড়ে গেল আজ॥

মনের টানে
বাহির পানে
চেয়ে দেখি তবু
নদীর শূণ্য ও-পার
বালির রাশিতে
ভরাট সেথায়
নেই কোনো সবুজ-ঘাস॥