মেঘ ঢাকা আলো/স্বপ্নাবেশের সুরধ্বনি
(পৃ. ৩৫)
আলো আর আলো
কে এ’ত ছড়ালো
মনে আবিরে রাঙালো
কেন সে এ-দীপ জ্বালালো?
কি নেশায় কি ভাষায়;
কি আশায়—কি নিরাশায়;
কী ভাবে জানাবো তোমাদের,
আমার জীবনের সে কাহিনী।
প্রেম নয় বিরহ নয়
আনন্দ নয় দুঃখ নয়
কোনো এক স্বপ্নাবেশের সুরধ্বনি!
আমার অন্তরে—
এসেছিল সে ঘুমের ঘোরে,
খাঁচা ভেঙে যেমন,
উড়ে যায় পাখি
তেমনি সে ছেড়ে পালালো॥