মেঘ ঢাকা আলো/প্রেমহীন গতি
(পৃ. ৩৬)
জীবন আমার গতি-হীন
সীমাহীন এই বিশ্বে
প্রেমহীন আমার গমন॥
সাথী ছাড়া পৃথিবীতে
পারেনা কেউ বাঁচতে
একটু স্নেহ, আর
একটু ভালবাসা—
প্রতিটি জীবন চায় পেতে।
তাই তো ভালবাসা
সবকিছুর সমাধান
মেতে ওঠে উল্লাসে
জীবন ক্লান্তির অবসান।