মেঘ ঢাকা আলো/ভালবাসার মালা
(পৃ. ৩৭)
তোমার ভালবাসার মালা
ভুলেও যেন রেখে দিওনা…
সে মালা আবার খুলে
পরিও প্রিয়-জনের গ’লে
শুরু হতে “শেষ ফুল গেঁথে…"
সে দিনের জ্যোৎস্না রাতে
দুটি প্রাণের আনুরাগে
কত শত প্রেমের আবেগ
লিখেছিলাম কবিতাতে
দিয়ে ছিলে তো ওদিন
কবি উপাধি,
কেউ দিলনাকো আজ আমাকে
তোমার স্মৃতির কবি হ'তে
কখন কোন আবেগে
সুর হয়ে মিশেছিলে
আমার গানে
আশার জোয়ার হয়ে সুদিনে
আমার মনের শূণ্য চরে
ভালবাসার স্রোত দিয়েছিলে এনে।
এক জীবনের প্রদীপ জ্বেলে
আজ সেতো নিভিয়ে গে'লে
আর এক নূতন জীবনের শুভ-দীপ জ্বালাতে।