মেঘ ঢাকা আলো/দেখিনি গো তাকে
(পৃ. ৯)
আজ-ও, কখন-ও
দেখিনি গো তাকে,
ঘন নির্জন আঁধারে—
আমার কাছে এসে
হাতছানি দিয়ে, দাঁড়ায়।
'তার-ই নাম ভালবাসা?'
যদি তাই হ'য়ে থাকে,
'–হে দেবতা
তুমি এ'ত নিষ্ঠুর?
আঁধারে এসে দাঁড়াও?
জ্যোৎস্না-তে কেন নয়!
প্রিয়া,—খেয়াল নেই
আকাশে ঘন মেঘ নেই
এক ফালি তরণীর মত চাঁদ
আকাশে সাগরে ভাসে।
'হায়!' সেতো-ও আজ নেই
কেবল নীলাভ শূন্যতা…
ভুলে গেছি পথ,
ঝ'রে গেছে সব আশা—
রোমন্থনের ক্ষণে। ফুটে আছে আজ
ঘাসফুল,
তবুও ভেসে যায় না—
স্বপ্নের স্রোতে…