মেঘ ঢাকা আলো/নববর্ষের গান
(পৃ. ২৫)
বাজছে শাঁখ এল বৈশাখ
কালবৈশাখীর সমীরে।
বইছে তরী প্রাণেরশ্বরী
হৃদয়ের আঁধার গভীরে॥
কুলু কুলু ভাষে নদী বয়ে আসে
চলেছে মাঝি তরণীর' পরে।
হাল টেনে ধরে কভু নাহি ধরে
বয়ে যায় জল উপরে॥
জুঁইয়ের সুবাসে মুক্ত বাতাসে
নীল দরিয়ায় মেঘের যুদ্ধ
নব-নববর্ষে প্রাণে প্রাণ হর্ষে
ধুয়ে দিয়ে হোল সব শুদ্ধ
শীতল বসুন্ধরা প্রাণে পেল সাড়া
উত্তাল হল তারই সুপ্ত প্রাণ।
চারিদিক মুখরিত সুবাসে সুবাসিত
ভেসে আসে “নববর্ষের গান"