মেঘ ঢাকা আলো/তাই তো তোমায় চেয়েছি



সৃষ্টির প্রাক্কালে ঘটিয়াছে;
কিছু কি অজ্ঞাত?
ভ্রমরা কি রটায়াছে মিথ্যা—
অপবাদ তোমার নামে?

সু-মধুর কুসুম রাজি, আজ
আনন্দ হিল্লোলে ভাসে—

তুমি কদম! চম্পা,—চামেলী,
করবী—টগর, গাঁদা—
শেফালীর মত তুমি রঙীন-এ
তরপুর!
আমি তোমাকে তাই ভালবেসেছি।

আমার এ ভালবাসা তোমার অন্তরে
কাঁটা দেয়; শিহরে শিহরে
ঘুরে বেড়ায়।
তাই তো কবিতা তোমায় চেয়েছি
জ্যোৎস্না বিধৌত সমভূমিতে;
ঝরা পাতার অঙ্গে।

রূপে রসে গন্ধে তোমার প্রণয়
চাই আমি পূর্ণ অধিকারে॥