॥১॥

ভোরের আলো, মন জুড়ালো
সুপ্ত প্রাণ উঠল জেগে।
মায়ের কোলে, নিজের বোলে
চলল কথা দ্রুত বেগে॥

॥২॥

ফুটলো ফল; ভড়লো কূল
বইলে হাওয়া বৈশাখে।
দোলায় দোলে; মননা ভোলে
অন্যপুষ্টের কুহু ডাকে॥

॥৩॥

হৃদয় ভরে, মধুর সুরে
রাঙা চেলীতে প্রাণ।
তুমি যে আপন, আমার জীবন,
করো আবৃত্তি, গাও গান॥