মেঘ ঢাকা আলো/প্রাপ্তি স্বীকার
(পৃ. ৩৯)
বছরের প্রথম দিনে
প্রিয়তমার এই উপহার
এ যে আমার জীবনের
অনেক অনেক ভালবাসার॥
কখন ও ভাবিনি আমার মত
ভালবাসা পাবে কেউ এ’ত
কার-ও কাছে আমি চিরকাল-ই ঘৃণ্য
কার-ও কামনায় আমি চির ধন্য
সব কিছু ভুলে যাবো শুধু তার জন্যে
জীবনের অনুরাগ এই মনে,
ফিরে তো আসবেনা আর।
আজকের এদিন কালকে পুরানো হবে
শুধু ভালবাসা চিরদিন-ই নূতন রবে
জীবনের কোনো কিছুই চাহিনী পুনর্বার
অনুরোধ; “ভালবাসা-ই দিও তুমি বার বার