মেঘ ঢাকা আলো/পাহাড়ের দেশে
(পৃ. ৪০)
পাহাড়ের দেশে
পাহাড়িয়াদের বেশে।
আমার মনটা হেসে।
বেড়ায় কেবল ভেসে ভেসে॥
সোনা রোদ্দুরে
পাহাড়ে পাহাড়ে;
রঙীন ফুলের বাহারে
ছুটে চলে মন রে
বাধাহীন খুশির সাহসে।
…ও পাহাড়…ও পাহাড়…
দেখা হবে কবে আবার…
বুঝি জীবনের নিশি রাতে
…ও পাহাড় তোমার সাথে?