মেঘ ঢাকা আলো/নেই আজ পাশে
(পৃ. ৪১)
অসংখ্য তারা ফোটে
এই আমাদের আকাশে।
বুলবুলি গান গায়
বাতাস বয়ে যায়
সবুজ ঘাসের মাথা দিয়ে,
আমার যে আপন জন
নেই আজ পাশে॥
বেদনার নদী চলে
কল্পনার স্বপ্নাবেসে
সে খানেতে যে যায়
কেউনা ফিরে আসে।
পূজারী বসে থাকে
জীবন-মন্দিরে
ভালবাসার সাধনা ছেড়ে
পড়ে আছে একটি কুসুম
পূজা পাত্রে অবশেষে॥