মেঘ ঢাকা আলো/তোমার পরশে
(পৃ. ৪২)
মেঘের আড়ালে
চন্দ্র লুকায়।
তোমার আড়ালে যদি
আমি লুকাই কখনো
এমনি ভুলে।
মনে বেঁধে
প্রাণে বেঁধে
হদয়েতে গেঁথে গেঁথে
আমায় ভুলেও যেন, ফেলনা
কখন-ও গো খুলে।
ধোঁয়া মেঘ শত বারে
ঢাকবার চেষ্টা ক’রে
বারে বারে মেঘের-ই পরশে
চন্দ্রের তনু যে যায় ভরে
আমাকেও রেখো তোমার পরশে
সুচতুর প্রাণ কৌশলে॥